আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলিউড সুপারস্টার সালমান খানকে। শুধু তাই নয়, হুমকি দেওয়া হয়েছে সালমানের বাবা সেলিম খানকেও। সেলিম খানের নিরাপত্তায় থাকা কর্মীরা মুম্বাইয়ের বান্দ্রা ব্যাসস্ট্যান্ড এলাকা থেকে এই উড়োচিঠি পায়।পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যার পর এ ঘটনায় আবারও সন্দেহের তীর গ্যাংস্টারদের দিকেই। পরে জানা যায়, এই চিঠিতেই সালমান ও তাঁর বাবাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
সম্প্রতি পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা হত্যার পর এ ঘটনার পর এই হুমকি গ্যাংস্টারদের পক্ষ থেকেই আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে এমন হুমকি পেয়েছিলেন কণ্ঠশিল্পী অরিজিত সিং।
জানা গেছে, সেলিম খান প্রতিদিন প্রাতঃভ্রমণে যে জায়গায় বিশ্রাম নেন, সেখান থেকেই চিঠিটি উদ্ধার করা হয়েছে। ওই চিঠিতেই তাদের হুমকি দেওয়া হয়েছে। বান্দ্রা পুলিশ অজ্ঞাতপরিচয়ের ব্যক্তিদের নামে থানায় এফআইআর দায়ের করেছে।
সালমান খান অবশ্য এর আগেও হুমকি ফোন এবং চিঠি পেয়েছেন। ওইসব ফোন ও হুমকির নেপথ্যে ছিল গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, এমনটা জানা গিয়েছিল। ভারতের রাজস্থানে কৃষ্ণসার হত্যা মামলায় সালমান কোর্টে যাওয়ার আগে খুনের হুমকি দিয়েছিল সে।